বসন্তের আগমনের সাথে সাথে রোদের প্রখরতা বাড়তে শুরু করেছে। এই সময় তো ঠোঁটে লিপগ্লস লাগানই যায় না বরং চাই এমন একটি লিপস্টিক যা হবে লং লাস্টিং এবং ম্যাট! হ্যা আজকের সোয়াচ আয়োজনে রয়েছে কালারপপ ব্র্যান্ডের দারুণ কিছু কালার, যা সামারের জন্য দারুণ উপযোগী। নিচে দেয়া সোয়াচগুলো থেকে পছন্দের লিপস্টিকটি নির্বাচন করুন।